কক্সবাজার জেলার নাম করনের ইতিহাস | তারেক কক্স


কক্সবাজারে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাষিদের মাঝে জমি বিতরণের পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে চট্টগ্রাম ও আরাকানের বিভিন্ন অঞ্চল হতে মানুষ এই এলাকায় আসতে শুরু করে। বার্মারাজ বোধাপায়ী ১৭৮৪ সালে আরাকান দখল করে নেয়। প্রায় ১৩ হাজার আরাকানি বার্মারাজের হাত থেকে বাঁচার জন্য ১৭৯৯ সালে কক্সবাজার থেকে পালিয়ে যায়। এদের পুনর্বাসন করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ ক্যাপ্টেন মি. হিরাম কক্সকে নিয়োগ দেয়। এই এলাকার প্রতিটি পরিবারকে ২.৪ একর জমি এবং ছয়মাসের খাদ্যসমাগ্যী প্রদান কারা হয়েছিলে। পুনর্বাসন শেষ হওয়ার পূর্বেই হিরাম কক্স মৃত্যুবরণ করেন। পুনর্বাসন প্রক্রিয়ায় তাঁর অবদানের জন্য কক্সবাজোর জেলার নামের উৎপত্তি।

সংগ্রাহকঃ মোঃ তারেক আজিজ সৌরভ ... টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ

Post a Comment

Previous Post Next Post

Contact Form