বাবা | খাইরুন্নেছা রিপা | তারেক কক্স

বাবা

খাইরুন্নেছা রিপা



বাবা তুমি আছো বলেই,

হয়তো বুঝতে পারিনা তোমার অভাব!

তুমি আছো বলেই,

মাথার উপর পাই শিতল ছাঁয়া!

তুমি আছো বলেই,

পূরন করতে পারি সকল চাওয়া-পাওয়া!

তুমি আছো বলেই,

অনেকখানি বায়না!

তুমি আছো বলেই,

গড়ে উঠেছি আমরা!

নয়তো হারিয়ে যেতাম,

কোন স্রোতের টানে!

তুমি আছো বলেই,

মুখে ফুটে বিজয়ের হাসি!

তুমি যে আমাদের সব সুখের মূল চাবিকাঠি!

তুমি আছো বলেই,

আমরাও ভাল আছি!

যখন তুমি থাকবে না আর

তখন বুঝবো, তুমি কী ছিলে আমাদের!

তুমি তো আমাদের সুখের প্রদীপ!

তোমার আলোয় আলোকিত করেছো আমাদের!

কখনো দাওনি ছুঁতে কোন,

বিপদের লেস মাত্র!

তোমার সেই হাসি মাখা মুখ,

এটাই তো জীবনের সবচেয়ে বড় সুখ!

আর কী চাই বল?

তবুও চাপিয়ে দেই অনেকগুলো দুঃখ!

একবারও ভাবি না, তোমার আধেও কষ্ট হবে

কিনা!

শুধু বুঝি নিজেরটা,আমার চাই অনেক সুখ!

হোক সেটাতে তোমার অনেক বেশি দুঃখ!

Post a Comment

Previous Post Next Post

Contact Form