বিসিএস ভাইভা : সফলদের ভাইভা অভিজ্ঞতা - হাসানুর রহমান পলাশ (বিসিএস প্রশাসন)

সফলদের ভাইভা অভিজ্ঞতা 

বিসিএস ভাইভা :  সফলদের ভাইভা অভিজ্ঞতা - হাসানুর রহমান পলাশ


৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হাসানুর রহমান পলাশ এর ভাইভা অভিজ্ঞতা 
বোর্ড: বিজ্ঞ কামাল উদ্দিন আহমেদ স্যার
সাবজেক্টঃ আইপিই, বুয়েট
চয়েসঃ পররাষ্ট্র, প্রশাসন, অডিট.. 
২রা অক্টোবর, ২০১৯
duration 17-18 minutes

* greetings 
----
*discuss about the ongoing conflict between KSA and iran
----
*represent your home district (নিজ জেলাঃ বগুড়া😏😏)
----
*prominent personalities from your home district 
----
*what is the meaning of pundro( ওই মুহূর্তে আমি পারিনি, আমি বিনয়ের সাথে উত্তর জানতে চাইলে স্যাররাও পারেননি বা বলেননি, দেখে নিতে বলেছিলেন 😅)
*what is KPI
-----
*what is keynesian economics
-----
*what is diplomatic immunity 
-----
*ব্রহ্মপুত্র নদের ইতিহাস বল
----
*where are the rocky mountain ranges
-----
*do you like literature
-----
*কাদের কে ভালো লাগে ( সুনীল, হুমায়ুন, ছফা, শহীদুল জহিরদের কথা বলেছিলাম, এসব নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন স্যাররা)
( পরামর্শ- এ ধরনের প্রশ্নে শহীদুল জহিরের নাম উল্লেখ করবেন, ব্যপক এডভান্টেজ পাবেন, বিস্তারিত জানার চেষ্টা করলে নিজেই বুঝতে পারবেন)
----
*most discussed issues of UNGA 2019 
----

*represent the culture of bd to the foreign delegators ( greetings -- first of all i want to give a humble reminisce to the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman...... -- আমি এভাবে বলেছিলাম, এভাবে শুরু করতে পারেন)
----
*duties of an ambassador 
----
* বংগবন্ধুর দাদার নাম কি? (the vital one i answered wrongly, আমি ভুলে নানার নাম বলে ফেলছিলাম, স্যার ভুল উত্তর শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন 😪😪)
----
*চার নেতার অবদান (২-১ লাইন শুনেই ভাইভা শেষ করে আমাকে বিদায় করে দিলেন, শেষ মুহূর্তে শক খেয়ে মন খুব খারাপ হয়েছিলো)
-----
* আর কিছু পারিবারিক ও ব্যক্তিগত ব্যাপারে আলোচনা ছিলো মাঝে মাঝে, আরোও কিছু প্রশ্ন ছিলো যেগুলো মনে নেই।
(শেষের ২-১ টা প্রশ্ন ছাড়া মোটামুটি সবগুলো উত্তর দেয়ার চেষ্টা করেছিলাম, এক্সটার্নাল স্যাররা আমার উত্তরে মোটামুটি সন্তুষ্ট ছিলেন, চেয়ারম্যান স্যার শেষ দিকে খুব বিরক্ত ও উদাসিন ছিলেন 😪)

ফলাফলঃ বিসিএস (প্রশাসন)  এ সুপারিশপ্রাপ্ত, মেধাত্রুম-৬

Post a Comment

Previous Post Next Post

Contact Form