রদবদল | মেঘের ভেলা | তারেক কক্স

রদবদল
------------------------------
মেঘের ভেলা
-------------------------------
স্বার্থ আজকাল সিদ্ধি ভালো
নেশায় বাড়ে বুদ্ধি
নরম ছেড়ে শক্ত ধরে
করে আত্মশুদ্ধি ।
সত্য ছেড়ে মিথ্যা ধরে
ভাগে যদি পায় কিছু
রদবদলের জোয়ার ভাটায়
বিবেক নীতি হয় পিছু ।
রদবদলে পকেট ভারী
জশ খ্যাতির বেশ বদল হয়
এমন ছায়ার নিচে দ্যাখো
সুবিধাবাদী আশ্রয় লয় ।
সুবিধাবাদীর বদল হলেও
নীতিমালার বদল নেই
পুরনো সে নীতিমালায়
চলছে সবি এক ধাঁচেই ।
অসহায়রা আজও কাঁদে
এদের কি রদবদল নেই
অবিচারে থুক্কছে মানুষ
দেশটা আজও যেই সেই ।
সবারই আজ খুলছে কপাল
রদবদলের আলোতে
তবে, সাধারণের পুড়ছে কপাল
পড়ছে সবাই ঢালুতে ।
বলছি আমি সবার তরে
ঐক্য হও সব একটা ঝড়ে
রদবদলের ছোঁয়াটা আজ
পৌঁছে দাও ভাই প্রতি ঘরে ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form