সংকোচ | খাইরুন্নেছা রিপা | তারেক কক্স

সংকোচ
লেখাঃKhyrun Nesa Ripa


এত কেন সংকোচ তোমার?
ভালবাসি বলতে আমায়!!
কই....আমার তো নেই কোন সংকোচ!!?
ভালবাসি বলতে তোমায়!!
আমি তো বলতে পারি বারংবার!!
অন্তরের অন্তরস্থল থেকে!!
ভালবাসি!ভালবাসি!শুধুই ভালবাসি তোমায়!
ভাল যদি নাই বা বাসো!
এত অভিনয়ের কী খুব দরকার!!?
ভালবাসো তুমি আমায়,বলতে হবে না আর!!
হারিয়ে যাব চিরকালের জন্য,
কোন এক অচিনপুরে।
আর কখনো খুঁজে পাবে না আমায়!!
বাসা বাঁধবো অন্য কোন এক ডালে!
আবদ্ধ করবো নিজেকে,
অন্য কারো মায়ার জালে!!
তখন চাইলেও আর কখনো,
ফিরিয়ে আনতে পারবে না আমায়।
আমি যে তখন তারই ভালবাসার অটুট বন্ধনে,
আটকে রাখবো নিজেকে।
গড়ে তুলবো এক নতুন জীবনের অধ্যায়!!
হারিয়ে যাব তারই ভালবাসার স্নিগ্ধতায়!
তখন আর ফিরবো না তোমার ডালে।
মত্ত হব তারই ভালবাসার জালে।
শেষে আবার বলতে এসো না!
এত কেন সংকোচ তোমার?ভালবাসি
বলতে আমাকে!

Post a Comment

Previous Post Next Post

Contact Form