ডায়েরির শেষ পাতা | মোঃ হাসান | তারেক কক্স


ডায়েরির_শেষ_পাতা

মো.হাসান (বজ্র মাহমুদ)

শেষতো আজ ডায়েরির পাতা
লেখা আছে কত স্মৃতি কত কথা।
হারিয়েছি কত কথা ডায়েরির মাঝে
বলেছি স্ব-গোপনে মনের কত ব্যাথা ডায়েরির সাথে।😃
ভালোবাসার কত কথা বলেছি গোপনে
বলেছি তাহাও যা দেখেছি স্বপনে।
চিহ্ন আছে ডায়েরির পাতায়
ভালোবাসা বন্ধুত্বের গড়ন ও বন্ধন
পাওয়া যাবে হয়তো পরের পাতায়
মধুর সম্পর্কের জানা অজানা হেতু ছিন্নতা ও খণ্ডন।
আছে হয়তো প্রভাব হওয়া ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র।
আছে হয়তো প্রভাবে পাওয়া
সুখ স্বপ্ন ভালোলাগা বেদনা ব্যাথা কষ্ট।
আছে লেখা ডায়েরির পাতায়
প্রিয়জনের দেয়া আাশা ও স্বপ্ন
কিছু পাতা পর হয়তো দেখায়
পুরোনো পাতায় তার নতুন রূপ ভগ্ন।
ডায়েরিতে আছে নিজের শত পাপ কত কালিমা
আছে হয়তো ক্ষুদ্র পুণ্য অজানা নিলিমা।
সাক্ষী শুধু ডায়েরির পাতা প্রতিক্ষন প্রতিদিনের
পাপ পুণ্য ভালোবাসা হতাশা অবশাদ কষ্ট মনের।
ভেঙেছে কত স্বপ্ন এই ডায়েরির পাতায়
গড়েছি নতুন ভিত্তি হয়তো পরের পাতায়।
লেখা আছে কত পাতায় কত রূপের বাস্তবতা
ভিন্নতা আছে পাতায় পাতায় রুক্ষতায়- সজিবতায়।
ডায়েরি ভুলবে না কোন কথা মনে রাখবে প্রতিক্ষন প্রতিদিন
সুখ স্বপ্ন ভালোবাসা বেদনা ব্যাথা
মনে রাখবে সে বেঁচে আছি যত দিন।
গত জীবনের অর্জন আর বর্জন সাক্ষী শুধু ডায়েরির পাতা
কত রঙ লাগানো সেথায় অক্ষরে বাক্যে প্রতিটি কথায়
আবার শুরু হবে নতুন ভাবে আসছে নতুন ডায়েরি
চলবে নিজ গতিতে আপন মনে যতক্ষণ থাকে সওয়ারী।

Post a Comment

Previous Post Next Post

Contact Form