বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতিঃঃ

★★🔈🔈বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি....🌏🌎

🔈পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।.. 

🔈আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি। 

🔈স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%)।.. 

🔈জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)।.. 

🔈সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি।.. 

.

🔈উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি। 

🔈পরিধি : 

নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি। 

মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি। 

.

🔈ব্যাস : 

নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি। 

মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি। 


🔈ব্যাসার্ধ :. 

নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কিমি। 

মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি। 


🔈সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার। 


🔈সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর। 


🔈স'লসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি। 

🔈সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)। 


🔈পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।) 

🔈সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। 


🔈নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট। 

🔈আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা। 


🔈সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)। 

🔈একমাত্র উপগ্রহ : চাঁদ। 

🔈উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন। 


🔈দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর। 

🔈সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। 


🔈🔈এই রকম আরো পোস্ট পেতে  গ্রুপে চোখ রাখুন।..


🎓🎓প্রতিযোগিতার রাজ্যে অল্প পড়ে অন্যদের চেয়ে ভালো করার জন্য  গ্রুপের সঙ্গে থাকুন।


🌹🌹নিত্যনতুন পোস্ট পেতে হলে আমার পোস্টে লাইক এবং ছোট্ট একটা Tnxকমেন্ট একান্ত কাম্য।


📘📘অন্য সময় পোস্ট টি পড়তে চাইলে শেয়ার করে টাইমলাইনে রাখুন। 


⭕⭕কোনো কিছু জানার থাকলে কমেন্ট প্রশ্ন করুন।


##Collected post.. 

...

..

Post a Comment

Previous Post Next Post

Contact Form