সফলতার ১১টি সুত্রঃ

🔔🔔সফলতার ১১ টি সূত্র :


🔴জীবনে বড় হতে হলে অসম্ভব পরিশ্রমী হতে হবে,নো শর্টকাট।

'এডিসন' বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

🔘যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

🔵আপনি কি অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

🌎ঘুমানোর মজা আর ভোর দেখার মজা একসাথে পাওয়া যাবে না।যখন জীবন কে চাবুক মারতে হয়, তখন জীবন টা কে উপভোগ করলে জীবনে সফল হওয়া যাবে না।

🔴পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

যে সবকিছু তৈরী পাওয়ার জন্য তৈরী, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

🔘NO মানে একেবারে না নয় ।
NO 👉[Next Opportunity]

🌎জয়ী হতে হলে কি কি করতে হবে, বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

🔵আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

🔴আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
......
...
...
#_সংগৃহীত

🔷ভালো লাগলে একটা থ্যাংকস কাম্য।

#_ধন্যবাদ 😊

Post a Comment

Previous Post Next Post

Contact Form