বিশ্বযুদ্ধ সমূহের বিস্তারিত বিবরণ

বিশ্বযুদ্ধ সমূহ


➢ প্রথম বিশ্বযুদ্ধ

➢ সময়কাল- ১৯১৪-১৮

➢ শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪

➢ অক্ষশক্তি- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া

➢ মিত্রশক্তি- ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী)

➢ জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়- ১১ নভেম্বর ১৯১৮

➢ দ্বিতীয় বিশ্বযুদ্ধ

➢ সময়কাল-১৯৩৯-৪৫

➢ শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯

➢ অক্ষশক্তি- জার্মানি, ইতালি ও জাপান (আরো ছিল- হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড)

➢ মিত্রশক্তি- রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল)

➢ তৎকালিন- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ট্রুম্যান

➢ বৃটেনের প্রধানমন্ত্রী- উইনস্টন চার্চিল

➢ রাশিয়ার প্রেসিডেন্ট- যোসেফ স্ট্যালিন

➢ তৎকালিন- জার্মানির ফ্যুয়েরার- এডলফ হিটলার

➢ ইতালির প্রেসিডেন্ট- মুসোলিনি

➢ জাপানের সম্রাট- হিরোহিতো

➢ যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করে- জাপানের হিরোশিমা (৬ আগস্ট ’৪৫; বোমার নাম- লিটল বয়) ও নাগাসাকিতে (৯ আগস্ট, ’৪৫; বোমার নাম- ফ্যাটম্যান)

➢ পারমাণবিক বোমা হামলার সময় ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ট্রুম্যান

➢ মরুভূমিতে যুদ্ধ করে ‘ডেজার্ট ব্যাট’ উপাধি পান- জেনারেল মন্টোগোমারি (বৃটেন)

Post a Comment

Previous Post Next Post

Contact Form